
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সমর্থক ইউপি সদস্য শফিকুল ইসলাম বিরুদ্ধে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, শফিকুল ইসলাম বৃদ্ধা রূপভানুকে বলেন, "তুই আমাকে ভোট দিস নাই, তোকে স্লিপ দেওয়া হবে না" এবং এরপর তাকে মারধর করেন।
এ ঘটনায় ২৪ মার্চ (সোমবার) রূপভানু উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। ঘটনা ঘটেছে ২১ মার্চ, কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদার বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রক্রিয়াটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে রৌমারী থানার ওসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দবেড় ইউনিয়নে ৭ হাজার ৮০০টি ভিজিএফ কার্ড বরাদ্দ করা হয়, যার বিপরীতে ১০ কেজি চাল বিতরণ করার কথা। বিধবা রূপভানু স্লিপ নিতে ইউপি সদস্য শফিকুল ইসলামের বাড়িতে গেলে, শফিকুল তাকে বলেন, "তুই আমাকে ভোট দিস নাই, তোকে স্লিপ দেওয়া হবে না।" এরপর কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে স্বজনরা রূপভানুকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন।
ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেছেন, "স্লিপ দিতে দেরি হওয়ায় রূপভানু আমাকে গালিগালাজ করেন। তাই আমি তাকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু তাকে মারধর করা হয়নি।"
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টির তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শিহাব