
ফরিদপুর জেলা শহরতলীর বাহির দিয়া এলাকাবাসীর উদ্যোগে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে চকলেট খাওয়ানের প্রলোভন দেখিয়ে ধর্ষন করা ধর্ষক কামাল শেখ (৫৫) এর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শিশুটির মা নাজমা বেগম, প্রতিবেশী নাসিমা বেগম, প্রতিবেশী, জাহাঙ্গীর কবির,মোঃ রাজিব, মোহাম্মদ সোহেল রানা, মোঃ জাকির হোসেন, মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ ঘটনার জড়িত ব্যক্তির ফাঁসি দাবি করেন। তারা বলেন ধর্ষক কামাল গ্রেপ্তার হলেও তাদের প্রতিবেশীরা আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। এ কারণে আমরা অত্যন্ত আতঙ্কের মধ্যে সময় অতিবাহিত করছি। এবং নিরাপত্তা হীনতায় রয়েছি। অবিলম্বে এ ঘটনায় জড়িত কামালের ফাঁসি দাবি করেন তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে
কানন