ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

রোহিঙ্গাদের সহায়তার জন্য প্রয়োজন প্রায় ৯৪ কোটি ডলারের তহবিল : জাতিসংঘ

প্রকাশিত: ০৬:১৯, ২৫ মার্চ ২০২৫

রোহিঙ্গাদের সহায়তার জন্য প্রয়োজন প্রায় ৯৪ কোটি ডলারের তহবিল : জাতিসংঘ

ছবি:সংগৃহীত

জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তার জন্য প্রায় 94 কোটি ডলারের তহবিল প্রয়োজন। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের অভিভাষণ বিষয়ক ডিরেক্টর জেনারেল অ্যামি পোপ এই তথ্য জানান। 

 

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সংকট মোকাবেলায় ২০২৫-২০২৬ সালের যৌথ সাড়াদান পরিকল্পনা শুরু করেছে জাতিসংঘ এবং শতাধিক অংশীদার। এই পরিকল্পনার মেয়াদ হবে দুই বছর। প্রথম বছরের জন্য বাংলাদেশের ১৪ লাখ ৮০,০০০ রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগণের সহায়তায় ৯৩ কোটি ৪৫ লাখ ডলার প্রয়োজন।

 

অ্যামি পোপ আরও জানান, বাংলাদেশের রোহিঙ্গা মানবিক সংকট গত আট বছরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরের বাইরে চলে গেছে।

আঁখি

×