ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ কাণ্ড, রাজশাহীর পাঁচ ডিবি সদস্য সাময়িক বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

প্রকাশিত: ০৫:২৩, ২৫ মার্চ ২০২৫

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ কাণ্ড, রাজশাহীর পাঁচ ডিবি সদস্য সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

বগুড়ায় দুই ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন। তিনি বলেন, "তারা কোনো অভিযানে যাননি, কাউকে জানিয়েও যাননি। তারা নিজের ইচ্ছায় বগুড়ায় গিয়েছেন, সেখানে গ্রেফতারও হয়েছেন, তাদের নামে মামলা হয়েছে। তাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তদন্ত হবে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"

উল্লেখ্য, অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য বগুড়ায় দুই ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেন। পরে পালিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

রিফাত

×