ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

জনগণ ভোটের অধিকার নিশ্চিত করতে আন্দোলন সংগ্রাম করে আসছে: নাজমুল হাসান অভি

নিজস্ব সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ০৪:৫৩, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ০৪:৫৪, ২৫ মার্চ ২০২৫

জনগণ ভোটের অধিকার নিশ্চিত করতে আন্দোলন সংগ্রাম করে আসছে: নাজমুল হাসান অভি

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের মানুষ সব সময় নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাসী। জনগণ ভোটের অধিকার নিশ্চিত করতে সারা জীবন আন্দোলন সংগ্রাম করে আসছে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদপক নাজমুল হাসান অভি।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে সুয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন তিনি।  

তিনি আরো বলেন, সেই সত্তরের নির্বাচনে যখন মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি তখন কিন্তু মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পরে তাদের ভোট ও ভাতের অধিকার রক্ষা করে।

শেখ মজিবুর রহমান মানুষের ভোটের অধিকার হরণ করার ফলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সৃষ্টি হয়েছিল। এরপর আবার স্বৈরাচার এরশাদ সরকারের সময় নয় বছর সাত মাস সেই একই কায়দায় মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। যার প্রেক্ষিতে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থান হয় ও তার পতন ঘটে।

যদি বর্তমান সরকার বিন্দুমাত্র স্বৈরাচারদের মতো মানুষের ভোটের অধিকার হরণ করে তবে এরশাদ ও শেখ হাসিনার মতো পরিণতি হবে বলে মনে করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর আলী।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ।

উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহিন আহম্মেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল খান, পারভেজ পাঠান, ছাত্রদল নেতা শায়েখ, রিজভী প্রমুখ।

ইমরান

×