
ছবি: জনকণ্ঠ
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী চাটখিলের সন্ত্রাসী মিজানকে গ্রেফতার করেছে র্যাব -১১ । গ্রেফতারকৃত মিজান (৫২) চাটখিল উপজেলার পূর্ব দেলিয়াই বাকিয়ার বাড়ির মৃত হারিস মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব -১১ (সিপিসি-০৩) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু ।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মিজান ২০১৫ সালের ১৮ মে ভিকটিম মো. মামুনুর রশিদ খানকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত বিচারকার্য শেষে মিজানকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। আদালতের রায় ঘোষণাকালে মিজান পলাতক ছিল। এরপর থেকে সাজা এড়াতে সে আত্মগোপনে থাকে। র্যাব-১১ (সিপিসি-০৩) তাকে গ্রেফতার করতে বিভিন্ন সোর্স নিয়োজিত করে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দন্ডপ্রাপ্ত আসামী মিজানকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ব বাজার কারামতিয়া আলীয়া মাদ্রাসার সামনে থেকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়। চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শহীদ