ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ছাত্র আন্দোলনে পঙ্গু সাগর! হাসপাতালের বেডে কাটাচ্ছেন মানবেতর জীবন

শরিফুল ইসলাম, নড়াইল

প্রকাশিত: ০০:১৩, ২৫ মার্চ ২০২৫

ছাত্র আন্দোলনে পঙ্গু সাগর! হাসপাতালের বেডে কাটাচ্ছেন মানবেতর জীবন

ছবিঃ সংগৃহীত

৪ আগস্ট নড়াইল সদর উপজেলার চিত্রাসেতু এলাকায় শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আন্দোলন করছিল ছাত্রজনতা। আন্দোলনে অংশ নিয়েছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মোঃ সাহিদ শেখের ছেলে সাগর শেখ (৩৩)। 

এদিন বেলা ১১টার দিকে হঠাৎ-ই আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তখন হামলার মধ্যে দৌড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় মাটিতে পড়ে যান সাগর। এসময় আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে রামদা, সামুরাইসহ ধারালো অস্ত্র দিয়ে সাগরের মাথা, হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। কোপের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, তার হাতের চারটি আঙুল, পায়ের কয়েকটি হাড় এবং চোখ ও কানের মধ্যবর্তী হাড় কেটে যায় ধারালো অস্ত্রের আঘাতে। ঘটনাস্থলে জ্ঞান হারান সাগর। পরে তাকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়। 

এখনও হাসপাতালের বিছানায় ভর্তি হয়ে চিকিৎসা নিতে প্রায়ই হাঁটতে হয় লাঠি ভর দিয়ে। তিনি এখন চিকিৎসাধীন আছেন ঢাকা পঙ্গু হাসপাতালে। 

মেডিকেল রিপোর্টের তথ্য বলছে, সাগরের শরীরে ১৯টি কোপের চিহ্ন রয়েছে। পাশাপাশি রয়েছে হাতুড়ি ও রডের আঘাতের ক্ষত।

অনেকটা পঙ্গুত্ববরণ করা সাগর এখনও হাসপাতালের বিছানায় শুয়ে আর্তনাদ করেন। বিচার চান তার জীবনে অন্ধকার নামিয়ে আনা সন্ত্রাসীদের। 

এ বিষয়ে ভুক্তভোগী সাগর জনকণ্ঠকে বলেন, "স্বৈরাচারী শেখ হাসিনার গণহত্যার প্রতিবাদে একদফার কর্মসূচিতে অংশ নেওয়ায় আওয়ামী সন্ত্রাসীরা পশুর মতো কুপিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে। দেশের প্রশাসন ও আদালতের কাছে আমি এর বিচার চাই। আমি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবো। এখনও আমি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। ঠিকমতো হাঁটাচলা করতে পারিনা।"

সাগরের চিকিৎসার দায়িত্বে থাকা ডা. দ্বীন ইসলাম জানান, সাগরের স্বাভাবিক জীবনে ফিরতে আরও অনেক সময় লাগবে। কোপের আঘাতে তার শরীরের অনেকগুলো হাড় কেটে গেছে। 

এ বিষয়ে সাগরের বাবা মোঃ সাহিদ শেখ জনকণ্ঠকে বলেন, আমার ছেলে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের লোকেরা তাকে অমানুষিক কায়দায় কুপিয়ে পঙ্গু করে দিয়েছে। যারা আমার ছেলের জীবন নষ্ট করে দিলো, আমি তাদের সর্বোচ্চ সাজা চাই।

ইমরান

×