
ছবি: জনকণ্ঠ
বরিশালের বাকেরগঞ্জে ২৪ মার্চ (সোমবার) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-আগষ্ট'২৪ গণ-অভ্যুত্থানে শহীদ বীর পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF) এর মাননীয় প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে, ঈদ উপহার বিতরণ কর্মসূচীর আহবায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য-সচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলায় জুলাই-আগষ্ট'২৪ গণ-অভ্যুত্থানে শহীদ বীর পাঁচ পরিবারের মাঝে এই ঈদ উপহার ও তারেক রহমানের চিঠি বিতরণ করা হয়।
এ সময় দুধল ইউনিয়নের শহীদ আব্দুল ওয়াদুদ, একই ইউনিয়নের শহীদ সাজিদ হাওলাদর, পাদ্রীশিবপুর ইউনিয়নের শহীদ রবিউল ইসলাম, চরাদী ইউনিয়নের শহীদ সাওয়ান সিকদার, কবাই ইউনিয়নের শহীদ মো: সুমন সিকদারের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এ সময় ঈদ উপহার সামগ্রী প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল এবং সদস্য-সচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু। এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, এ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ। উপহার সামগ্রী প্রদান শেষে তারা বীর শহীদদের কবর জিয়ারত করেন। ও শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির সদস্য-সচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু বলেন, বীর শহীদদের পরিবারের পাশে শুধু ঈদ উপহারই নয় আমরা সব সময় তাদের পাশে থাকবো। কারণ তাদের আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদী অপশক্তির অবসান হয়েছে।
শহীদ