ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ইসলামী আন্দোলন ছেংগারচর পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সংখ্যানুপাতিক হারে নির্বাচনি ব্যবস্থা করতে হবেঃ মুফতী মানসুর আহমাদ সাকী

কামাল হোসেন খান, মতলব উত্তর, চাঁদপুর

প্রকাশিত: ২৩:১৭, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ২৩:১৭, ২৪ মার্চ ২০২৫

সংখ্যানুপাতিক হারে নির্বাচনি ব্যবস্থা করতে হবেঃ মুফতী মানসুর আহমাদ সাকী

ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বাংলাদেশ ইসলামী আন্দোলন ছেংগারচর পৌর শাখার উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য  শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেল ৫ টার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেংগারচর পৌর শাখার আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা কার্যালয়ে এ ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। 

সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেংগারচর পৌর শাখার সভাপতি হাফেজ মোঃ এমদাদুল হক মানিক।

মতলব উত্তর উপজেলা ইসলামী আন্দোলন এর যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আঃ বাতেন ফরাজির পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতী মানসুর আহমাদ সাকী।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেলাল আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ হাবিবুর রহমান মুফতি, সাধারন সম্পাদক মোঃ ডালিম চৌধুরী, মতলব উত্তর উপজেলা সদর মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মোঃ আতাউল্লা মোহসীন,  মতলব উত্তর উপজেলা ইসলামী ফাউন্ডেশন এর মডেল কেয়ারটেকার মাওলানা মোঃ আফজাল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেংগারচর পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ হাবিব সরকার, মতলব উত্তর উপজেলা সদর এর মুজাহিদ কমিটির সাবেক সভাপতি হাজ্বী আহম্মদ উল্লাহ, ইফতার মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক মোঃ আমান উল্লাহ সরকার সাধন, যুব আন্দোলনের সভাপতি মাইনুদ্দিন সুজন, ছাত্র আন্দোলনের সভাপতি বিএম মাহফুজ, যুব আন্দোলন ছেংগারচর পৌর শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম প্রমূখ। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতী মানসুর আহমাদ সাকী বলেছেন, যারা আমাদের দেশে সম্পদ লুন্ঠন করেছে, যারা দূর্নীতি করেছে, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। জনগণের সম্পদ যারা লুন্ঠন করে বিদেশে পাচার করেছে, তা ফিরিয়ে আনতে হবে। সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, তাহলেই এদেশে আর নতুন কোন সৈরাচারের আর্বিভাব হবে না। একমাত্র ইসলামী আন্দোলন দেশ ও মানবতার কল্যানে কাজ করে।

মুফতী মানসুর আহমাদ সাকী বলেছেন, আনুপাতিক হারে আসন বিন্যাস করতে হবে। তাহলে বাংলাদেশে কেউ এককভাবে ক্ষমতায় আসতে পারবে না। আর লুটপাটের রাজনীতি করতে পারবে না।

শেষে ইফতারের আগে দেশের ক্লান্তিলগ্নে দেশের জনগণ ও সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

ইমরান

×