ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

ময়মনসিংহে বিআইপি’র নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ২৩:০৫, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ০১:০১, ২৫ মার্চ ২০২৫

ময়মনসিংহে বিআইপি’র নতুন কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

নগর–পরিকল্পনাবিদদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

তিন সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সদস্য সচিব হিসেবে রয়েছেন পরিকল্পনাবিদ ফাহিম আহম্মেদ মন্ডল এবং মনোনীত অপর সদস্য ও মুখপাত্র পরিকল্পনাবিদ মোঃ ইউসুফ জামিল।

২৩ মার্চ (রবিবার), বিআইপি’র ১৬তম কার্যনির্বাহী পরিষদের সুপারিশক্রমে এই তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়

বিআইপির অফিশিয়াল সাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলা কমিটির কিছু নিয়মিত কাজ: জেলা পর্যায়ের সকল নাগরিক সংগঠনের সঙ্গে মিলে পরিকল্পনা পেশা ও উন্নয়ন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি; সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও পেশাজীবীদের সাথে সমন্বয় সাধন; বিআইপির কার্যনির্বাহী পরিষদের কর্মসূচি সম্পর্কে জেলা পর্যায়ে প্রচার ও অবহিতকরণ; জেলা পর্যায়ে পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত যেকোনো কার্যক্রম তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ; বিআইপি’র যেকোনো সভা, সেমিনার, ওয়ার্কশপ বা প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনে সহায়তা প্রদান; জেলার পরিকল্পনা, উন্নয়ন প্রকল্প ও দুর্যোগ পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় কমিটিকে অবহিতকরণ সহ প্রভৃতি।

এ প্রসঙ্গে নবগঠিত কমিটির সদস্য সচিব ফাহিম আহম্মেদ মন্ডল বলেন, “বিআইপি’র ময়মনসিংহ জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন নেতৃত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাদের প্রধান লক্ষ্য হবে বিআইপির কার্যক্রমকে জেলার তৃণমূল পর্যায়ে গতিশীল এবং ফলপ্রসূ করা, যাতে ময়মনসিংহের উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত হয়।”

শিলা ইসলাম

×