ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

মায়ের মৃত্যুর খবরে আওয়ামী লীগ নেতার হার্ট অ্যাটাকে মৃত্যু 

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রকাশিত: ২২:২৯, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ০০:১৮, ২৫ মার্চ ২০২৫

মায়ের মৃত্যুর খবরে আওয়ামী লীগ নেতার হার্ট অ্যাটাকে মৃত্যু 

পলাতক আওয়ামী লীগ নেতার বৃদ্ধ মার মৃত্যুর খবর পেয়ে ছেলে হার্ট অ্যাটাক করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সদস্য, বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামে সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরী এমপির উপজেলার রাজনৈতিক কার্যালয়ের মালিক সাদেকুল ইসলাম ছাদির এর বৃদ্ধ মা কদবানু (৯৫) সোমবার সকাল সাড়ে ১০ টায় মৃত্যু বরণ করেন।

এই মৃত্যুর খবরে আওয়ামী লীগ নেতা সাদেকুল ইসলাম ছাদির (৬৫) হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পথে বেলা ১ টার দিকে তার মৃত্যু হয়। এক পরিবারের মা ছেলের এক দিনে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবরে অনেকেই তাদের বাড়িতে ভিড় জমিয়েছে। 

ছাদির এর জামাতা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খাঁন কে ফোনে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আমার দাদী শাশুড়ী বার্ধক্যজনিত কারনে মৃত্যুর খবর শুনে আমার শশুড় হার্ট অ্যাটাক করে মারা যায়।

আফরোজা

×