
ছবি সংগৃহীত
নড়াইলের কালিয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত ১৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) রাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মুক্তি শেখ, এরশাদ শেখ, নূর মিয়া শেখ, আকিজ শেখ, রাইসুল শেখ, তারামিয়া শেখ, হাসান শেখ, মাহাবুব শেখ, রাসেল শেখ, রাশেদ শেখ, শাহিন মোল্যা, আজিজুল শেখ, আলমগীর শেখ, শিমুল মোল্যা, আজিম কাজী ও রইল মোল্যা। তবে মামলার প্রধান আসামি সোহেল রানা ও আরও দুইজন পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ সকালে অসুস্থ বাবা আবিদ শেখকে নিয়ে ইজিবাইকে করে কালিয়া স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন তার ছেলে শামীম শেখ। জয়পুর মোড়ে পৌঁছালে কলাবাড়িয়া ইউনিয়নের ইউপি মেম্বার সোহেল শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে এবং নির্মমভাবে কুপিয়ে আহত করে। হামলায় শামীম শেখের দু’হাত ও পায়ের রগ কেটে ফেলা হয়, অন্যদিকে বাবা আবিদ শেখের ডান পা কেটে ফেলা হয়।
মামলা ও গ্রেফতার এ ঘটনার পর আহত আবিদ শেখের আরেক ছেলে সেলিম শেখ ১০ মার্চ ১৯ জনের বিরুদ্ধে কালিয়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তদন্তের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আসামিরা পালিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশের একটি দল ফরিদপুরের ভাঙ্গা থেকে মাইক্রোবাসে থাকা ১৬ জনকে গ্রেফতার করে।
পুলিশের বক্তব্য কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, "পূর্ব শত্রুতার জের ধরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আসামিদের গ্রেফতার করে সোমবার নড়াইল আদালতে পাঠানো হয়েছে। বাকি তিন আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।"
আশিক