
ছবি: জনকণ্ঠ
সোমবার ঈদ উপলক্ষে সরকারের দেওয়া বিশেষ কার্ডের চাল না পেয়ে দরিদ্র মহিলারা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন। চাল পাওয়ার দাবিতে প্রায় এক ঘন্টা শত শত দুঃস্থ ও অসহায় মানুষ ইউএনও অফিসের সামনে অবস্থান করে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, বিগত সরকার পতনের পর নতুন তালিকা করা হয়েছে। সেই তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হয়েছে। ৪নং নম্বর পৌর ওয়ার্ড কমিশনার আফজাল হোসেন বাবু জানান, তার ওয়ার্ডে বিগত তালিকা অনুযায়ী ৫৬০ জনকে এই চাউল দেওয়া হত। সরকার পতনের পর নতুনভাবে তালিকা করা হলে তাদের ভেতর থেকে প্রায় ৩শ' জনকে বাদ দেওয়া হয়েছে যারা অধিকাংশই অসহায় এবং দরিদ্র পরিবার। এভাবে পৌর সভার সকল ওয়ার্ডের দ্ররিদ্র লোক বাদ দিয়ে নিজেদের দলীয় এবং পছন্দের লোকদের নাম দিয়ে নতুন তালিকা করা হয়েছে বলে অনেকেই অভিযোগ করেছেন। ভোগতি ২ নম্বর ওয়ার্ডের হালিম সরদারের স্ত্রী রেবেকা, ঝড়ো সরদারের স্ত্রী লাকি, শরিফুল ইসলামের স্ত্রী জেসমিন জানান, তারা বিগত আমলে ঈদের সময় এই চাউল পেয়ে আসছিলেন। আজ চাল আনতে গেলে তালিকায় নাম নেই জানিয়ে ফিরিয়ে দিয়েছে। ওই ওয়ার্ডের বহু দুঃস্থ মানুষকে চাল না দিয়ে ফিরেয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন জানান, তালিকা সম্পর্কে আমার জানা নেই। পূর্বের তালিকা আর বর্তমান তালিকা কোনটারই বিষয়ে আমি কিছুই জানিনা। কারন আমি নতুন এসেছি। এসে যে তালিকা পেয়েছি সেই তালিকা অনুযায়ী গরিব ও দুঃস্থদের এই চাল বিতরণ করা হচ্ছে। তবে আজ যারা এখানে বিক্ষোভ করেছে তারা পৌরসভা ৪নং নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওই ওয়ার্ডে আজকে চাউল বিতরণ করা হচ্ছে না। যে কারণে তারা ভুল বুঝে বিক্ষোভ করেছে। পূর্বের তালিকা বাতিল হয়েছে কিনা সে ব্যাপারেও তিনি নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি।
শহীদ