
ছবি: সংগৃহীত
মাধবপুরে শিক্ষক হরিশ চন্দ্র দেব সহ আব্দুল মজিদ নামে এক আওয়ামীলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে পুলিশ তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করেছে।
সোমবার ভোররাতে কাশিমনগর ফাঁড়ি ইনর্চাজ ইন্সপেক্টর গোলাম মোস্তফা চেঙ্গার বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মজিদকে গ্রেফতার করে। তিনি রসুলপুর গ্রামের মৃত আব্দুল হাই’র ছেলে।
একই সময়ে পুলিশ মনতলা এলাকায় অভিযান চালিয়ে ডাঃ হরিশ চন্দ্র দেবকে গ্রেফতার করেন। তিনি বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দেবের ছেলে। তার মেয়ে ডাঃ শিবানি দেব জানান,তার পিতা মনতলা ও বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি পল্লী চিকিৎসা করতেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান-৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা, মারধর, লুটপাট ও অগ্নিসংযোগ বর্তমান সরকারের বিরুদ্ধে নানাবিধ যড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে তাদের হবিগঞ্জ কোটে প্রেরন করা হয়েছে।
শিলা ইসলাম