
নোয়াখালীর হাতিয়ায় উপজেলার জাহাজমারা ইউনিয়নের আব্দুল হান্নান মাসউদ এর প্রোগ্রামে বিএনপির কতিপয় নেতাকর্মীদের বাঁধা। ২৪শে মার্চ রাত সাড়ে ৭টার দিকে আব্দুল হান্নান মাসউদ রমজানের শুভেচ্ছা বিনিময়ের জন্য গেলে এই ঘটনা ঘটে।
এসময় দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি হবার চেষ্টা করলে আব্দুল হান্নান মাসউদ সংক্ষিপ্ত ভাবে বক্তব্য প্রদান করেন,এসময় তিনি তার নেতাকর্মীদের কারো উস্কানিতে পা না দেওয়ার জন্য বলেন, এছাড়াও তিনি বলেন, হাতিয়ার মাটি থেকে আব্দুল হান্নান মাসউদ স্বৈরাচার মোহাম্মদ আলীকে তাড়িয়েছে, কেউ স্বৈরাচারের মতো আচরণ করলে কাউকে ছাড় নয়।
পরে তিনি নেতাকর্মীদের নিয়ে জাহাজমারা বাজার মহাসড়কে বসে অবস্থান করে করে অভিযোগ করে বলেন, বিএনপির নামধারী কিছু চাঁদাবাজ নেতাকর্মীরা আমার প্রোগ্ৰামে বাঁধা সৃষ্টি করেছে, যতক্ষণ প্রশাসন তাদের আটক না করবে আমি এখানেই অবস্থান করবো।
এঘটনায় উপজেলার ১০ জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় আব্দুল হান্নান মাসউদকে সাথে নিয়ে ঐ এলাকার স্থানীয় ভক্তরা প্রতিবাদ মিছিল করে বলেন, আব্দুল হান্নান তুমি এগিয়ে চলো হাতিয়াবাসী তোমার সাথে।
আফরোজা