ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

মীরসরাইয়ে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৪৬, ২৪ মার্চ ২০২৫

মীরসরাইয়ে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

মীরসরাই : প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষক সমাজের মানববন্ধন


চট্টগ্রামের মীরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আজিজুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মীরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সোমবার সকাল ১১টায় কয়েক শত প্রাথমিক শিক্ষক মীরসরাই উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধনে অংশগ্রহণ করে।  ওই মৌন প্রতিবাদ ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনকে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। এ সময় শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শহিদুল্লাহ, সাইফুদ্দিন মীর শাহীন, ইসরাত আরা চৌধুরী, রাশেদা বানু, জেবুন্নেছা লাভলী প্রমুখ শিক্ষকমণ্ডলী।

×