ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

পিতা-পুত্রের হাত-পা বিচ্ছিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ২০:৪১, ২৪ মার্চ ২০২৫

পিতা-পুত্রের হাত-পা বিচ্ছিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

ছবি : সংগৃহীত

পিতা-পুত্রকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করার মামলার ১৬ আসামি ঢাকায় পালিয়ে যাওয়ার পথে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। কালিয়া থানা পুলিশ রবিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন কলাবাড়িয়া গ্রামের মুক্তি শেখ, এরশাদ শেখ, নূরমিয়া শেখ, আকিজ শেখ, রাইসুল শেখ, তারামিয়া শেখ, হাসান শেখ, মাহাবুব শেখ, রাসেল শেখ,  রাশেদ শেখ, শাহিন মোল্লা, আজিজুল শেখ, আলমগীর  শেখ, শিমুল মোল্লা,  আজিম কাজী ও রইল মোল্লা। মামলার প্রধান আসামি সোহেল রানাসহ ৩ জন পলাতক।
জানা গেছে, গত ৬ মার্চ সকালে কলাবাড়িয়া থেকে অসুস্থ বাবা আবিদ শেখকে নিয়ে ইজিবাইকে কালিয়া স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন পুত্র শামীম শেখ। জয়পুর মোড়ে পৌঁছালে কলাবাড়িয়া ইউনিয়নের ইউপি মেম্বর সোহেল শেখ দলবল নিয়ে তাদের গতিরোধ করে পিতা ও পুত্রকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় সন্ত্রাসীরা শামীম শেখের দু’হাত ও পায়ের রগ কেটে ফেলেছে এবং বাবা আবিদ শেখের ডান পা কেটে ফেলতে হয়েছে।

×