
ছবি : সংগৃহীত
শরীয়তপুরে নড়িয়া উপজেলার মোক্তারের চরে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খুন হওয়ার পর স্ট্রোকে মারা গেছেন অভিযুক্ত ছেলে রুবেল মোল্লা। রবিবার রাতে মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন মোল্লা (৬৫) ওই গ্রামের হামিজ উদ্দিন মোল্লা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের পর পারিবারিক কলহের একপর্যায়ে রুবেল মোল্লা তার বাবা মকবুল হোসেন মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাবার মৃত্যুর খবর শুনে রুবেল মোল্লা স্ট্রোক করেন। তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, ছেলে বাবাকে কুপিয়ে হত্যার পর ছেলেও মৃত্যুবরণ করেছে।