
কক্সবাজারের রামুতে চুরির অপবাদ দিয়ে এক শিশুকে বেদম মারধর করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। নির্যাতিত শিশুটি সদর হাসপাতালে ছটফট করলেও কোনো অপরাধী ধরা পড়েনি এ পর্যন্ত। রবিবার রাতে রামু উপজেলার খুনিযা পালং মধ্যম ধেছুঁয়া পালং রাবেতা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটির নাম আল আমিন। তার বয়স ১১ বছর। রবিবার তারাবির নামাজের পর বাড়িতে যাওয়ার পথে আবদুর রহিম চৌধুরীর ছেলে মাহমুদুল করিম রানার নেতৃত্বে বখাটে একদল ছেলে, আল ফুয়াদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এহেছান, মাহমুদুল করিম রুবেল এবং রেজাউল করিম মাস্টার শিশুটিকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে রুমের ভেতর চোখ বেঁধে নির্মম নির্যাতন করেছে তারা। শিশুটির চিৎকারে পথচারী লোকজন ঘটনা সরেজমিনে দেখতে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়। পরে তারা শিশুটির অভিভাবককে খবর দেয়। খবর পেয়ে ৯৯৯ এ ফোন দেন তার স্বজনরা। রামু থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে। শরীরের অবস্থা সংকটাপন্ন বুঝতে পেরে শিশুটিকে সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ব্যাপারে তার মা খতিজা বেগম বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেছে।