ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তি দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

প্রকাশিত: ২০:২৪, ২৪ মার্চ ২০২৫

ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তি দাবিতে মানববন্ধন

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস নামের এক সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচিতে মানবাধিকার ডিফেন্ডার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সদর উপজেলা শাখার সভাপতি আহম্মদ হোসেন, সাধারণ সম্পাদক বাবলু কুমার কুণ্ডু, তরুণ দলের সদস্য শারমিন আক্তার ইমু, গোল্ডেন ওয়েলফেয়ারের নির্বাহী পরিচালক চন্দন বসু মুক্তসহ অন্যরা বক্তব্য রাখেন।

×