ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

মানহানিকর বক্তব্যের প্রতিবাদে দেওয়ান পরিবারের সংবাদ সম্মেলন 

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৪, ২৪ মার্চ ২০২৫

মানহানিকর বক্তব্যের প্রতিবাদে দেওয়ান পরিবারের সংবাদ সম্মেলন 

ছবি: দৈনিক জনকণ্ঠ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের বামনসুর গ্রামের ঐতিহ্যবাহী দেওয়ান পরিবার নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দেওয়ান পরিবার।
 
আজ (২৪ মার্চ ) সোমবার দুপুরে দেওয়ান পরিবারের সদস্যরা তাদের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। দেওয়ান পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে আরিফ দেওয়ান বলেন, দেওয়ান পরিবারের খ্যাতি দেশব্যাপী বাউল ও পালাগানের প্রচার-প্রসারে পরিবারটির অবদান সর্বজনবিদিত। 

লোকপ্রিয় পালাগানের সূচনা হয় দেওয়ান বংশের আদিপুরুষ সুফিসাধক হযরত দেওয়ান আলেপচান শাহ ওরফে আলফু দেওয়ানের হাত ধরে। পরবর্তীকালে তাঁর দুইপুত্র মালেক দেওয়ান ও খালেক দেওয়ান এ ধারার সংগীতকে অধিকতর জনপ্রিয় করে তোলেন। এভাবে বংশ পরম্পরায় ঐতিহ্যিক এ ধারাকে বয়ে চলেছেন দেওয়ান পরিবারের পঞ্চম প্রজন্ম। প্রায় দু'শ বছরের প্রাচীন দেওয়ান পরিবারের কীর্তিগাথা। বাংলার চিরায়ত লোকগানকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন দেওয়ান ঘরানার চতুর্থ পুরুষ প্রখ্যাত বাউল ও পালাগায়ক আরিফ দেওয়ান ও অন্যরা।  

গত ১৩ মার্চ ঢাকার মিরপুরস্থ বাউল সমিতি কার্যালয়ে লতিফ সরকার, ছোট আবুল সরকার, মালেক সরকার, রুমা সরকার গং ঈর্ষাপরায়ণ হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আরিফ দেওয়ান ও দেওয়ান পরিবারকে হেয় করার উদ্দেশ্যে সর্বের অসভ্য, কুরুচিকর ও মনগড়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। যা আরিফ দেওয়ান ও তার পরিবারকে সামাজিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। পরিবারের পক্ষে আরিফ দেওয়ান ও এদেশের সংগীতপ্রেমি জনগণ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। এবং একইসঙ্গে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদের বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শাকির দেওয়ান, কাজল দেওয়ান, আজাদ দেওয়ান, কাঞ্চন দেওয়ান, নয়ন দেওয়ান প্রমুখ।

ফারুক

×