
গত ১৫ বছর ধরে ভাঙ্গুড়া উপজেলার প্রাণ চর ভাঙ্গুড়া সদর রাস্তাটি মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। বিগত আওয়ামী লীগের সংসদ সদস্য চর ভাঙ্গুরা গ্রামটি সব সময়ই বাঁকা চোখে দেখতো। পনেরো বছরের মধ্যে একবার উক্ত রাস্তাটি সংস্কার করেন তার সন্তান। সে সময় ১২ ফুট থাকা রাস্তাটি কমিয়ে নয় ফুট করা হয়। কোনমতে দায়সারাভাবে কাজ করে বিল তুলে নিয়ে যায়।
এমপির সন্তান বলে উপজেলা প্রশাসন নীরবে মানিয়ে নিতে হয়েছে। এই সময় সকল কাজ নামে বেনামে এমপির কাছের ঠিকাদাররা করতো। এই কারণে উপজেলার প্রাণ কেন্দ্র চর ভাঙ্গুড়া সড়কটি মেরামত না করে উপজেলাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই সড়কটি ব্যস্ততম একটি সড়ক। উপজেলার যাতায়াতের একমাত্র সড়ক। গত কয়েক মাস আগে সড়কটির সংস্কার করার জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। কিন্তু ঠিকাদার রাস্তাটি কারপেটিং তুলে খোয়া ফেলে চলে যান। দীর্ঘদিন রাস্তাটি ওই অবস্থায় পড়ে আছে। আজও রাস্তাটি মেরামতের আর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় যোগাযোগে এলাকাবাসী ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামানিক বলেন, আমরা বারবার কাজ করার জন্য বললেও ঠিকাদার কাজ করছেন না। আর কিছুদিন দেখার পর আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।
সজিব