ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে বিএনপি নেতাকর্মীদের দোয়া মাহফিল

কাওসার সৌরভ, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫০, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৫০, ২৩ মার্চ ২০২৫

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে বিএনপি নেতাকর্মীদের দোয়া মাহফিল

ছবিঃ সংগৃহীত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে ৮০ ও ৯০ দশকের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৩ মার্চ) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে ৮০ ও ৯০ দশকের জামালপুর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দের ব্যানারে এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।  

জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম উদ-দৌলা সিদ্দিকী ময়নার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। এছাড়াও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, জেলা জাসাসের সাবেক আহ্বায়ক হাফিজুল ইসলাম সজল, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সাবেক জিএস এনামুল হক মিলন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি মনোয়ার হোসেন লিয়ন, সাবেক ছাত্রনেতা একরামুল হক খান সজিব প্রমূখ বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে এগিয়ে নিতে ১৯ দফা কর্মসূচি দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দূরদর্শী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে এখন ৩১ দফা কর্মসুচি ঘোষণা করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। এখন সেসব নির্যাতিত ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়ণের দাবী জানান বক্তারা। 

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা এবং দেশবাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।

ইমরান

×