ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

হোমনায় নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে  লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি॥

প্রকাশিত: ২৩:২৭, ২৩ মার্চ ২০২৫

হোমনায় নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে  লাশ উদ্ধার

কুমিল্লার হোমনায় উপজেলার তিতাস নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২৬ ঘণ্টা পর ইব্রাহিম খলিল (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্ৰামের আবদুল কাদিরের ছেলে মো. ইব্রাহিম।

রবিবার(২৩ মার্চ) বিকাল ৩ টায় লাশটি উদ্ধার করে ডুবে যাওয়ার স্থান থেকে অন্তত ত্রিশ গজ দূরে লাশটি ভেসে উঠতে দেখেন ডুবুরি দল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। উদ্ধার অভিযানের পুরো বিষয়টি তদারকি করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।

পরিবার, প্রশাসন, থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার(২২ মার্চ) দুপুর ১ টায় উপজেলার শ্রীপুর-কৃষ্ণপুর গ্ৰামের মধ্য দিয়ে বয়ে যাওয়া তিতাসের শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মো. ইব্রাহিম। খবর পেয়ে আত্মীয়-স্বজন, স্থানীয় লোকজন ও উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা নদীতে নেমে খোঁজাখুঁজি করেন। এসময় কচুরিপানায় ভরপুর নদীটিও পরিষ্কার করে ফেলা হয়। পরে চাঁদপুর ফায়ার স্টেশন অফিসার মো. রকিবুল ইসলামের নেতৃত্বে তিনজন ডুবুরি ওইদিন রাত আটটা পর্যন্ত নদীর তলদেশ পর্যন্ত খুঁজে ব্যর্থ হন। 

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন,  তিতাস নদীতে নিখোঁজ ব্যক্তিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। পোস্ট মর্টেমের বিষয়টি পরিবারের ওপর নির্ভর করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার অভিযানে স্থানীয় ফায়ার সার্ভিস এবং পরে চাঁদপুর থেকে ডুবুরি দল আনা হয়। তারা নদীতে অনেক খোঁজাখুজির পর আজ রবিবার বিকাল তিনটায় নদী থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে আমার নজরদারি ছিল।

আফরোজা

×