ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

মুকসুদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল 

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩:১২, ২৩ মার্চ ২০২৫

মুকসুদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল 

ছবি: জনকণ্ঠ

মুকসুদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এর নির্দেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার উজানী  হাই স্কুল মাঠে উজানী ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। 

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহরাব শেখ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবু নাঈম শেখের সভাপতিত্বে ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উজানী  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম পলু, বাঁশবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুহিন মিনা, উজানী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজন শেখ, যুবদল নেতা সুজিত তালুকদার, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আবির আহমেদ মিজু।  

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুবদল নেতা সাধন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডালিম সরদার, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি সিদ্দিক মোল্লা, সাংগঠনিক সম্পাদক নিক্সন আলম তালুকদার, বাঁশবাড়ী ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি নাজমুল মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ঈসাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শহীদ

×