
ছবি: সংগৃহীত
পদ্মফুল শুধু প্রকৃতির শোভা বাড়ায় না, এর ডাঁটা থেকে তৈরি সুতা দিয়ে তৈরি হচ্ছে বিলাসবহুল পদ্মরেশম কাপড়। প্রাকৃতিক এই রেশম সম্পূর্ণ হাতে তৈরি এবং এটি পরিবেশবান্ধব। বিশ্বজুড়ে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই বিশেষ ধরনের কাপড়।
পদ্মফুলের ডাঁটার ভেতরে এক ধরনের সূক্ষ্ম তন্তু থাকে, যা বিশেষ প্রক্রিয়ায় সুতা হিসেবে ব্যবহার করা যায়। এই তন্তুগুলো সংগ্রহ করে ধোয়া হয়, তারপর তা সূক্ষ্মভাবে টেনে সুতা তৈরি করা হয়। পরে সেই সুতা দিয়ে হাতে বোনা হয় মূল্যবান কাপড়, যা পদ্মরেশম নামে পরিচিত।
সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশবান্ধব কোনো রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই এটি তৈরি হয়। নরম, হালকা ও আরামদায়ক, সাধারণ রেশমের চেয়ে এটি তুলনামূলকভাবে নরম ও আরামদায়ক। ১ মিটার কাপড় তৈরি করতে প্রায় ২০,০০০ পদ্মফুলের ডাঁটা প্রয়োজন হয়, যা একে অত্যন্ত মূল্যবান করে তুলেছে।
এক কেজি পদ্মরেশম সুতার দাম ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ ডলার (৪ লাখ ২৭ হাজার টাকা)। আর প্রতি গজ কাপড়ের দাম পড়ে ১ হাজার ডলার পর্যন্ত। পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় লোটাস সিল্কের উৎপাদন ও ব্যবহার বহু পুরোনো। আমাদের দেশে লোটাস সিল্কের ব্যবহার নতুন।
ইউরোপ ও আমেরিকায় এই কাপড় বিলাসবহুল পোশাক ও স্কার্ফ তৈরিতে ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই কাপড়ের টেকসই ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের কারণে বিশ্ববাজারে এর চাহিদা দ্রুত বাড়ছে।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে পদ্মফুল জন্মায়। যদি সঠিকভাবে এই তন্তু সংগ্রহ ও সুতা তৈরি করা যায়, তাহলে এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিলা ইসলাম