ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সাভারে হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ২১:১১, ২৩ মার্চ ২০২৫

সাভারে হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

ছবি : সংগৃহীত

সাভারের হামলার শিকার আব্দুস সালাম (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার ভোরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুস সালাম পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লার বাসিন্দা।
জানা গেছে, গত ১৫ মার্চ বিকেলে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আব্দুস সালাম। এস ময় রিক্সায় বসা নিয়ে এক যুবককের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ ঘটনার পর জামসিং জয়পাড়া এলাকায় বাবু নামে এক ব্যক্তির দোকানে চা খাওয়ার সময় সালামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মেহেদী, রুবেল, আব্দুল মান্নান, রমেজ, আব্বাস, কবিরসহ কয়েকজন সন্ত্রাসী। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আট দিন পর আব্দুস সালামের মৃত্যু হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সেইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

×