ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

টাঙ্গাইল শাড়িতে বাহারি ডিজাইন

ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল

প্রকাশিত: ২১:০৭, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ২১:০৮, ২৩ মার্চ ২০২৫

টাঙ্গাইল শাড়িতে বাহারি ডিজাইন

টাঙ্গাইলের শাড়ি দেখছেন এক নারী ক্রেতা

আর ক’দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তে টাঙ্গাইলে ব্যস্ততা বেড়েছে তাঁত পল্লীগুলোতে। শ্রমিকরা ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে তৈরি করছেন শাড়ি। সব মিলিয়ে চিরচেনা রূপে ফিরেছে টাঙ্গাইলের তাঁতপল্লীগুলো। ঐতিহ্য ধরে রাখতে এবার ঈদেও টাঙ্গাইল শাড়িতে এসেছে বাহারি ডিজাইন আর নতুনত্ব। তবে মজুরি কম পাওয়ায় হতাশ তাঁতীরা। ঈদের পর পরেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। তাই সব মিলিয়ে দম ফেলার সময় নেই তাঁত শ্রমিকদের। পুরুষদের পাশাপাশি নারীরাও মেতেছেন কর্মযজ্ঞে।

এই দুই উৎসবে নারী-পুরুষ সবাই নতুন পোশাক পড়েন। নারীদের উৎসবের পোশাক মানেই শাড়ি। যে কোনো অনুষ্ঠানেই আবহমান বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। এর মধ্যে আবার তাদের টাঙ্গাইল তাঁতের শাড়ির প্রতি রয়েছে আলাদা টান। তাই ঐতিহ্য ধরে রাখতে এবার ঈদেও টাঙ্গাইল শাড়িতে এসেছে বাহারি ডিজাইন আর নতুনত্ব। পাশাপাশি পহেলা বৈশাখ উপলক্ষেও তৈরি করা হচ্ছে শাড়ি।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, ঈদকে কেন্দ্র করে এবার নতুন ডিজাইয়ের শাড়ি তৈরি হয়েছে। বিশেষ করে আবহাওয়া উপযোগী অনুযায়ী ‘ভেজিটেবল ডাই’ নামের নতুন শাড়ি তৈরি করা হয়েছে। রোজার ঈদ এবং পহেলা বৈশাখ কাছাকাছি হওয়ায় আশা আশবাদী বিপুল পরিমাণের শাড়ি বিক্রি হবে। আমাদের দেশীয় বাজার অনেক ছোট হয়ে আসছে। আমরা বিদেশীর বাজারের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছি। বিগত সময়ে পাথরাইলে ৫ হাজার তাঁত ছিল। কিন্তু এখন বর্তমানে ৪শ’ তাঁত রয়েছে। চাহিদা কমাতে আমাদের উৎপাদনও কম হচ্ছে। বেশি থাকায়। এরপর দেশের বিভিন্ন প্রান্তে জাল টাকা ছড়িয়ে দেওয়া হয় এজেন্টের মাধ্যমে। ফেসবুক পেজ এবং গ্রুপ খুলেও জাল টাকা ছড়ানোর প্রচার চালানো হয়। ব্যতিব্যস্ত জমজমাট ঈদের কেনাকাটার লেনদেনের মধ্যে আসল টাকার গোছার মধ্যে দুই-চারটি জাল নোট চালিয়ে দেওয়া কঠিন কিছু নয়। গত ১৭ মার্চ ঢাকার আর কে মিশন রোডের একটি বাসায় ঝটিকা অভিযান চালিয়ে ৩৮ লাখ টাকা, ভারতীয় রুপিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি উত্তরা বিভাগ। আনুষঙ্গিক সরঞ্জামও উদ্ধার করা হয়। সে অবস্থায় টাকা লেনদেনের সময় তাড়াহুড়া না করে সতর্ক থাকতে হবে ক্রেতা-বিক্রেতা সবাইকে। ঈদের বাজারে জাল টাকার চালান ছড়িয়ে দেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংশ্লিষ্ট প্রায় সব ব্যবসায়ী। কারণ, জাল টাকা চেক করার মেশিন অধিকাংশ স্থানে নেই। বিশেষজ্ঞদের পরামর্শ, পণ্য কেনাকাটায় লেনদেনের সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে টাকা যাচাই-বাছাই করে নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক জাল টাকার কারবারি ধরা পড়লেও থেমে নেই জাল টাকার ব্যবসা। জাল টাকার অনেক ব্যবসায়ী প্রায়ই গ্রেপ্তার হচ্ছে।


মাগুরায় ঈদ বাজারে তীব্র যানজট
নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, ঈদ বাজারে তীব্র যানজট  দেখা দিয়েছে। শত শত ইজিবাইক ও রিক্সা শহরে প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদের বাজারে মানুষকে দুর্ভোগে ফেলেছে। শহরে হেঁটে চলা কষ্টকর হয়ে পড়েছে। শেষ মুহূর্তে দোকানে দোকানে উপচেপড়া ভিড়। ক্রেতাবিক্রেতাদের পদচারণায় চারদিক মুখরিত হয়ে উঠছে। শহরের নুর জাহান প্লাজা, বেবিপ্লাজা, সুপার মার্কেট, বকসি মার্কেট, জুতা পট্টি, কাজী টাওয়ার, হাজিপুর মার্কেট প্রভৃতি মার্কেট ও দোকানে বাজার করতে দেখা যাচ্ছে। গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ উপলক্ষে শহর আরোকমালায় সেজেছে।

×