ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

বগুড়ায় আগুনে ছয় দোকান ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস

প্রকাশিত: ২১:০৫, ২৩ মার্চ ২০২৫

বগুড়ায় আগুনে ছয় দোকান ভস্মীভূত

শনিবার মধ্যরাতের পর বগুড়ার কাহালু উপজেলা মুরইল বাজারে আগুনে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানান। ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের একটি দোকানে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়লে ৬টি দোকান পুড়ে যায়। মুদি দোকান, বেকারি, ডেকোরেটর এবং ফ্লাক্সিলোডের দোকান ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে যায়। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নেভাতে সক্ষম হয়।

×