ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

২০ লাখ মানুষের চিকিৎসক ৮২ জন

পটুয়াখালীতে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ২০:৫৯, ২৩ মার্চ ২০২৫

পটুয়াখালীতে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

দেশের সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালীর প্রায় সাড়ে ১৭ লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য চিকিৎসক আছেন মাত্র ৮২ জন। সেই হিসেবে একজন চিকিৎসকে ২১ হাজার রোগীকে চিকিৎসা দিতে হয়। যার ফলে চিকিৎসাসেবায় মারাত্মক প্রভাব পড়ছে।
পটুয়াখালী পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী সর্ব শেষ আদমশুমারি অনুযায়ী জেলার ৮টি উপজেলায় মোট জনসংখ্যা ১৭ লাখ ২৭ হাজার ২শ’ ৫৪ জন। বিশাল এই জনগোষ্ঠীর চিকিৎসাসেবার জন্য সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী পটুয়াখালী সিভিল সার্জন অফিসে ২ জন চিকিৎসকের পদ থাকলে সেখানে ১টি পদ শূন্য রয়েছে। যিনি কর্মরত রয়েছেন তাকে প্রেষণে আনা হয়েছে দশমিনা থেকে। জেলা রিজার্ভ স্টোরে একজন চিকিসকের পদ থাকলে সেটি শূন্য রয়েছে। বক্ষব্যাধি ক্লিনিকে ২ জন চিকিৎসকের  পদে ২ জনই কর্মরত আছেন। তবে এর মধ্যে একজনকে প্রেষণে আনা হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে (ইউএইচ এবং এফপিও)সহ ১৪ জন চিকিৎসকের পদ থাকলে কর্মরত আছেন ৮ জন। শূন্যপদ রয়েছে ৬টি। কর্মরত ৮ জনের মধ্যে ৪ জন আবার পটুয়াখালী সদর হাসপাতালে প্রেষণে কর্মরত আছেন। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচ এবং এফপিও)সহ ৩৬টি পদের মধ্যে ১৪ জন চিকিৎসক কর্মরত আছেন। শূন্য রয়েছে ২২টি পদ। কর্মরতদের মধ্যে থেকে আবার ১ জন ঢাকা মেডিক্যাল কলেজ, একজন কুয়েত মৈত্রী হাসপাতালে ও একজন ভোলার তজুমদ্দিনে কর্মরত আছেন। দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচ এবং এফপিও)সহ ২৭টি পদের বিপরীতে কর্মরত আছেন ১১ জন চিকিৎসক। শূন্য রয়েছে ১৬টি পদ। একজনের মধ্যে আবার প্রেষণে একজন সিভিল অফিসে কর্মরত আছেন। মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন একজন।  দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচ এবং এফপিও)সহ ৭টি পদের বিপরীতে ৪ জন চিকিৎসক কর্মরত আছেন। শূন্য রয়েছে ৩টি পদ। এখানে কর্মরতদের মধ্যেও একজন আবার মির্জাগঞ্জে কর্মরত আছেন।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচ এবং এফপিও) সহ ২৭টি পদের বিপরীতে ৯ জন চিকিৎসক কর্মরত আছেন। শূন্য রয়েছে ১৮টি পদ। কর্মরতদের মধ্য থেকে একজন ডেন্টাল সার্জন দুমকিতে প্রেষণে কর্মরত আছেন। আর একজন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসাপাতালে কর্মরত আছেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচ এবং এফপিও)সহ ৩৩টি পদের বিপরীতে ১০ জন চিকিৎসক কর্মরত থাকলেও শূন্য রয়েছে ২৩টি পদ। এখানে কর্মরতদের মধ্যে ২ জন প্রেষণে অন্যত্র দায়িত্ব পালন করছেন। একজন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ও অপরজন শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচ এবং এফপিও)সহ ৩৯টি পদের বিপরীতে ১১ জন চিকিৎসক কর্মরত থাকলেও শূন্য রয়েছে ২৮টি পদ। কর্মরতদের মধ্যে আবার ২ জন প্রেষণে কর্মরত। একজন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মরত। অপরজন টিবি ক্লিনিক ও জেলা কারাগারের দায়িত্ব পালন করছেন।
কাঁঠালতলী ২০ শয্যা হাসপাতালে ৫টি পদের বিপরীতে কর্মরত আছেন একজন চিকিৎসক। শূন্য রয়েছে ৪টি পদ। কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ৬টি পদের ৬টি পদই শূন্য। পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ৩১ জন চিকিৎসকের মধ্যে ১১ জন চিকিৎসক কর্মরত আছেন। শূন্য রয়েছে ২০ জন চিকিৎসকের পদ। সব মিলিয়ে জেলায় প্রায় সাড়ে ১৭ রাখ মানুষের চিকিৎসার জন্য ২৩০ জন চিকিসকের পদ থাকলেও কর্মরত আছেন ৮২ জন। আর শূন্য রয়েছে ১৪৮ জন চিকিৎসকের পদ।

×