ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ফুটপাতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা!

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১৯:০৭, ২৩ মার্চ ২০২৫

ফুটপাতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা!

ছবি: দৈনিক জনকণ্ঠ

সাভারের আশুলিয়ায় মহাসড়কের জমি ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা পুলিশের গাড়িতে ভাংচুর চালায়।


রবিবার (২৩ মার্চ) দুপুরে আশুলিয়া থানাধীন নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজারে এ ঘটনা ঘটে।


অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, আসন্ন ঈদকে ঘিরে সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ও পথচারীদের যাতায়াত সুবিধার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বলিভদ্র বাজার এলাকায় উচ্ছেদে গেলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দখলদাররা পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ৩টি যানবাহনে ভাংচুর চালায়।পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিহাব

×