ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

জাতীয়তাবাদী ওলামা দলের ‌দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবিদুর রহমান নিপু,ফরিদপুর :

প্রকাশিত: ১৯:০৩, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ১৯:০৪, ২৩ মার্চ ২০২৫

জাতীয়তাবাদী ওলামা দলের ‌দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ রবিবার ফরিদপুর শহরে জাতীয়তাবাদী ওলামা দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল তিনটায় ফরিদপুর শহরে কাঠপট্টিতে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে  উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আহবায়ক  মাওলানা দেলোয়ার হোসেন জিল্লুর, সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলি ইসা। এ সময় উপস্থিত ছিলেন ‌বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ‌ ফরিদপুর জেলা শাখার ‌সদস্য সচিব মাওলানা সিরাজুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা ‌ ইমদাদ হোসেন, যুগ্ন আহবায়ক  মাওলানা সাইফুল ইসলাম,যুগ্ন আহবায়ক মওলানা সিরাজ মুন্সী,মুফতি মোস্তাফিজুর রহমান,মৌলানা হারুনুর রশিদ,রুহুল আমিন মাওলানা শহিদুল ইসলাম মৌলানা ‌ শহিদুল ইসলাম , মাওলানা আবু সাঈদ , ফরিদুল ইসলাম,বেনজির আহমেদ, আবু হানিফ, বজলুর রহমান। বিকেল তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি  ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক ‌ মাওলানা কবির আহমেদ।

আফরোজা

×