
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমার অনুরোধ, দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। দীর্ঘ ১৬ বছর যাবত মানুষ ভোট দিতে পারেনি। তারা ভোটের জন্য অধীর আগ্রহে বসে আছে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় কৈজুরী ইউনিয়নের আমাদের স্কুল মঙ্গলকোর্ট মাঠে দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
কৈজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিমউদ্দিন লেলিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ প্রামাণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, বিএনপি নেতা আবুল হোসেন মোল্লা, আব্দুর রব প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বিএনপিকে আরো শক্তিশালী করতে হলে সকল ভেদাভেদ ও বিভেদ ভুলতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাজ করতে হবে।
পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তার স্ত্রী মরহুমা শায়লা কামালের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। এর আগে বিকেলে কৈজুরী ক্লাব বাজার সংলগ্ন নীল স্বপ্ন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল মাঠে আসন্ন ঈদ উপলক্ষ্যে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চেীধুরী নায়াব ইউসুফ।
ইমরান