ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

এই সুন্দর ইফতার মজলিস উপহার দেওয়ার জন্য সিলেটবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই: নাসিরউদ্দিন পাটোয়ারী

প্রকাশিত: ০১:২০, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ০১:২১, ২৩ মার্চ ২০২৫

এই সুন্দর ইফতার মজলিস উপহার দেওয়ার জন্য সিলেটবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই: নাসিরউদ্দিন পাটোয়ারী

ছবিঃ সংগৃহীত

সিলেটের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সিভিল সোসাইটি, সাংবাদিক নেতৃবৃন্দ এবং জুলাই যোদ্ধাদের সম্মানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বর্ণিল ইফতার আয়োজন করেছে।  

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, “এই সুন্দর ইফতার মজলিস উপহার দেওয়ার জন্য সিলেটবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা সকলেই যে সম্মান ও ভালোবাসা প্রদান করেছেন, তাতে আমাদের কাজ আরও পূর্ণতা পেয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দেব, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর প্রমুখ।  

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সারওয়ারউদ্দিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, আমার বাংলাদেশ (এবি) পার্টি সিলেট মহানগর আহ্বায়ক ওমর ফারুক, এনসিপির কেন্দ্রীয় নেতা এহতেশামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী নেতৃবৃন্দ।
 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1HGT6uDxeF/

ইমরান

আরো পড়ুন  

×