
ছবি: হামলার শিকার এক সাংবাদিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জনতার বাজারে সংবাদ সংগ্রহে যাওয়া ৪ সাংবাদিকের উপর মাইকে ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে। এ সময় হামলাকারী বাজার কমিটির লোকজন সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দুটি ক্যামেরা ও ট্রাইপড ভাংচুর করে। শনিবার (২২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিকরা হলেন, জিটিভি ও বাসসের জেলা প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন, এশিয়ান টিভির এসএম সুরুজ আলী, দীপ্ত টিভির আখলাছ আহমেদ প্রিয় এবং মাইটিভির নিরঞ্জন গোস্বামী শুভ। আহত সাংবাদিকরা জানান, প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও নবীগঞ্জের জনতার বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অবৈভাবে গরুর হাট বসানো হয়। প্রভাবশালীরা সেখান থেকে মোট অংকের টাকা হাতিয়ে নেন এবং সড়কে চলাচলকারী লোকজন দুর্ভোগে পড়েন।
সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে বাজার কমিটির লোকজন তাদের সাথে বাগবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে বাজার কমিটির লোকজন মাইকে ঘোষণা দিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা দুটি ক্যামেরা ও ১টি ট্রাইপড ভাংচুর করে এবং একটি ট্রাইপড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে আহত সাংবাদিকরা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আমি থানা এলাকার বাইরে ছিলাম, তবে বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
আসিফ