
ছবি: জনকণ্ঠ
গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২২ মার্চ) বিকালে মুকসুদপুর সদর ইদগাহ ময়দানে এই ইফতার মাহফিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুকসুদপুর শাখা। ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং হাফেজ মাহাদি হাসানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন আইনজীবি পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম শরীফ।
ইফতার মাহফিলে দেশের শীর্ষ উলামায়ে কেরাম, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শহীদ