
ছবি: সংগৃহীত
সড়ক দূর্ঘটনায় নিহত ছোট ভাইয়ের লাশ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বড় বোন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামে।
শনিবার (২২ মার্চ দিবাগত রাতে স্থানীয় সাংবাদিক আরিফ আহমেদ মুন্না জানিয়েছেন, শনিবার দুপুরে ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা ও মেসার্স খান ব্রিকসের স্বত্তাধিকারী আব্দুস সাত্তার খান (৬০) মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানিয়েছেন, ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তার লাশ দেখতে বিকেলে বাড়িতে ছুটে আসেন বড় বোন খানপুরা গ্রামের মরহুম আনসার আলী মোল্লার স্ত্রী বকুল বেগম (৬৫)। শেষবারের মতো ভাইয়ের লাশ দেখে ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে বকুল বেগম মৃত্যুবরণ করেন।
একই পরিবারের ভাই ও বোনের এমন শোকাবহ মৃত্যুর খবর মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী ও খানপুরা গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাদ এশা আব্দুস সাত্তার খান ও বকুল বেগমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আসিফ