
ছবিঃ সংগৃহীত
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় লাগা ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
শনিবার (২২ মার্চ) সকালে টেপারবিল এলাকায় প্রথমে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। পরে বন বিভাগ নিশ্চিত করে যে সেখানে আগুন লেগেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানির উৎস দূরে থাকায় এখনো আগুন নেভানোর কাজ শুরু করা সম্ভব হয়নি।
বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম জানান, আগুন যাতে বিস্তৃত এলাকায় ছড়িয়ে না পড়ে, সেজন্য বনরক্ষীরা আগুনের চারপাশে ফায়ারলাইন কেটে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
স্মরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবতাব-ই-আলম বলেন, “আগুনের আশপাশে কোনো পানির উৎস নেই। বনাঞ্চলের খাল থেকে আগুনের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। জোয়ার এলে নৌপথে পানির পাম্প নিয়ে আসা হবে।”
দুপুরের দিকে আগুনের খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। তবে পানির সংকটের কারণে এখন পর্যন্ত আগুন নেভানোর কার্যকর কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।
সুন্দরবনের এ আগুনের ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। বন বিভাগের কর্মকর্তারা আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখছেন।
সবার কাছে দোয়ার আবেদন জানিয়ে বন কর্মকর্তারা আশাবাদী, দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
ইমরান