
ছবিঃ সংগৃহীত
হামলা-মামলা ও জেল-জরিমানার ভয়ে এতদিন ইফতার ও দোয়া মাহফিল আয়োজন দূরের কথা, ঈদের নামাজও ঈদগাহে গিয়ে পড়তে পারেননি রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর, দাদশী, বানীবহ ও রামকান্তপুর ইউনিয়ন পৌর বিএনপির নেতাকর্মীরা।
তবে দীর্ঘ দেড়যুগ পর রাজবাড়ী আলাদিপুর উচ্চ বিদ্যালয় মাট প্রাঙ্গণে উন্মুক্ত মাঠে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত তারা।
শনিবার (২২ মার্চ) বিকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর, দাদশী, বানীবহ ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপি'র যৌথ উদ্যোগে এ মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম।
রাজবাড়ী সদর উপজেলার আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মজিবর রহমান শেখের সঞ্চালনায় আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মালেক খান, সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, দেশনায়ক তারেক রহমান ও গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়ার নির্দেশে আজকের এই আয়োজন। দীর্ঘ দেড়যুগ পর উন্মুক্ত মাঠে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে ইফতার করতে পারছে, যা আমাদের জন্য একটি বড় অর্জন।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। আজ তারা মুক্ত পরিবেশে একত্রিত হয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে পেরেছেন, যা আমাদের অনুপ্রাণিত করছে। আমি সবসময় রাজবাড়ী জেলার নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে আছি এবং থাকব ইন-শাহ-আল্লাহ।
ইমরান