ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

এবার অন্নপূর্ণা-৩ অভিযানে যাচ্ছেন বাবর আলী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২১:৫১, ২২ মার্চ ২০২৫

এবার অন্নপূর্ণা-৩ অভিযানে যাচ্ছেন বাবর আলী

.

এবার পর্বতারোহী বাবর আলী পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন। এর আগে তিনি এভারেস্ট এবং লোৎসে জয় করেছিলেন। বিশ্বের বিপদজনক শৃঙ্গ হিসেবে পরিচিত অন্নপূর্ণা-১। যার উচ্চতা ২৬ হাজার ৫৪৫ ফুট। বাংলাদেশ থেকে এ অভিযান প্রথম। চ্যালেঞ্জিং এ অভিযানের লক্ষ্যে আগামী সোমবার বাবর আলী নেপালের উদ্দেশে দেশ ছাড়বেন।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 
পর্বতারোহী বাবর আলী সংবাদ সম্মেলনে বলেন, এভারেস্ট ও লোৎসে অভিযানের পর থেকেই বিশ্বের ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের ইচ্ছা পোষণ করছি। অন্নপূর্ণা-১ সেই লক্ষ্যের দিকে আরেকটি পদক্ষেপ। ধীরে ধীরে বাকি পর্বতগুলোর চূড়া ছুঁতে চেষ্টা করব। আমাদের দেশ থেকে এ রকম অভিযান আগে হয়নি। ভারতেও কেউ নেই যিনি ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণ করেছেন। এ সামিট চ্যালেঞ্জিং। নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি বলেই আমি অন্নপূর্ণা-১ এর মতো শৃঙ্গ আরোহণের সিদ্ধান্ত নিয়েছি। অন্নপূর্ণা বেস ক্যাম্প পৃথিবীর জনপ্রিয়তম বেস ক্যাম্প। তবে এ পর্বতে সামিটের তুলনায় ডেথ রেট খুব বেশি। কয়েকটি বিষয় একে খুব চ্যালেঞ্জিং করেছে। অন্নপূর্ণার গাত্রের ঢাল খুব বিপদজনক। একইসঙ্গে খুবই তুষার ধস প্রবণ। এটা ৮ হাজার ৯১ মিটার। 

×