ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

বাগেরহাটে ২০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার  বনে অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, শরণখোলা, বাগেরহাট

প্রকাশিত: ২১:৪৬, ২২ মার্চ ২০২৫

বাগেরহাটে ২০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার  বনে অবমুক্ত

.

সুন্দরবনের ভোলা নদী পার হয়ে লোকালয়ে এসে ঘাপটি মেরেছিল একটি বিশাল অজগর। সেখানে একটি ছাগলকে পেঁচিয়ে খাওয়ার আগ মুহূর্তে ধরা পড়ে যায় এটি মালিকের কাছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের তজু মালেকের বাড়িতে। ২০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৫৫ কেজি। পরে কাছের একটি বনে সাপটিকে ছেড়ে দেওয়া হয়।
বনসংলগ্ন সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকার মালেকের বাড়ির বাগানে। বৃহস্পতিবার সকালে সেই বাগানের ঘাস খেতে গিয়েছিল একটি শ্বেত ছাগল। সেখানে ওঁৎ পেতে থাকা সাপটি ছাগলটিকে আক্রমণ করে মুহূর্তের মধ্যেই লেজ দিয়ে জড়িয়ে ফেলে। অনেকক্ষণ ছাগলের দেখা না পেয়ে ছাগল মালিক মরিয়ম বেগম খোঁজাখুঁজি করতে থাকেন। পরে মালেকের বাড়ির বাগানে গিয়ে দেখেন ছাগলটিকে ঝোপের মধ্যে পেঁচিয়ে ধরে রেখেছে একটি বিশাল অজগর সাপ। দূর থেকে দেখে বুঝতে পারলেন তার প্রিয় ছাগলটি আর বেঁচে নেই। এটি ছিল তার ছোট্ট পরিবারের অন্যতম আয়ের উৎস। বিষয়টি  মরিয়ম বেগম স্থানীয় সুন্দরবন  সুরক্ষা বিষয়ক কমিটির সদস্যদের জানান।
সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটি সিপিজির সোনাতলা গ্রুপ লিডার মো. খলিল জোমাদ্দার বলেন, তার নেতৃত্বে সিপিজ ও ভিটিআরটি টিম ঘটনাস্থলে যান। লোকের উপস্থিতি টের পেয়ে শিকার ছেড়ে পার্শ্ববর্তী কেওয়া ঝোপে আশ্রয় নেয় অজগরটি। সাপের পিছু নেয় খলিল জমাদ্দারের নেতৃত্বে তার দল। দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে বন্দি করে রাখা হয় সাপটিকে। ছাগলের মালিক উপজেলার সোনাতলা গ্রামের গৃহবধূ মরিয়ম বেগম বলেন, তাদের দরিদ্র পরিবারে ছাগলটি ছিল অন্যতম আয়ের উৎস। ছাগলটি বাগানে যখন নিষ্প্রাণ পড়েছিল বাচ্চা দুটি চিৎকার করছিল। বাচ্চা দুটিকে দুধ কিনে খাওয়ানোর সঙ্গতি তার নেই।

শরণখোলা উপজেলা ভিটিআরটি টিমের প্রতিনিধি আলম হাওলাদার জানান, বিশালাকৃতির অজগরটি লোকালয়ে ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে শিশু ও গবাদিপশু নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা ভয়ে বের হতে পারছেন না। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, সোনাতলা গ্রামের তজুর গেট এলাকার মালেকের বাড়ির বাগান থেকে উদ্ধার হওয়া সাপটি বনরক্ষীদের সহায়তায় সিপিজি ও ভিটিআরটির সদস্যরা স্টেশন অফিস সংলগ্ন বনে ছেড়ে দিয়েছে। এ সময় বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন এবং সাপকে পিটিয়ে না মারার অনুরোধ জানিয়েছেন স্টেশন কর্মকর্তা।

×