ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

আমতলী-ঢাকা রুটে লঞ্চ চলাচলের উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা

প্রকাশিত: ২১:৩৯, ২২ মার্চ ২০২৫

আমতলী-ঢাকা রুটে লঞ্চ চলাচলের উদ্যোগ

এক বছর পরে আমতলী-ঢাকা নদী পথে  যাত্রী সেবায় চারখানা লঞ্চ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে এ লঞ্চ চারখানা পর্যায় ক্রমে চলাচল করবে। ঈদে যাত্রী সেবার কথা চিন্তা করেই লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইয়াদ-৭ লঞ্চের মালিক এমডি মামুনুর রহমান। এমভি সুন্দরবন-৭ লঞ্চের সুপারভাইজার মো. মাইনুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে মালিক পক্ষ। এ রুটে এমভি সুন্দরবন-৭, এমভি ইয়াদ-৭, এমভি ইয়াদ-৩ ও এমভি শরীয়তপুর-৩ লঞ্চ পর্যায়ক্রমে চলাচল করবে। বরগুনা বিআইডব্লিউএর সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, লঞ্চ চালুর বিষয়টি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। যাত্রীদের সকল সেবা নিশ্চিত করা হবে।

×