
মাগুরা : সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতা, সেরা পুরস্কার দিচ্চেন ডিসি
ঈদে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পূর্বে হাতে তৈরি ঈদ কার্ডের প্রচলন ছিল। বর্তমানে সেটা আর দেখা যায় না। বাজার থেকে হরেক রকমের ঈদ কার্ড ক্রয় করে দেওয়া হয়। বর্তমানে সেটাও ম্লান হতে চলেছে। সবাই মোবাইলে ঈদ মেসেজ দেন।
শনিবার সকালে অতীত ঐতিহ্যকে স্মরণ করতে মাগুরার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে হাতে তৈরি ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতা। এ বছর ছিল ২য় প্রতিযোগিতা। গত বছর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। মাগুরার পরিবর্তনে আমরা এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ১৭২ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে সর্বনিম্ন প্রতিযোগীর বয়স ছিল ৫ বছর আর সর্বোচ্চ বড় প্রতিযোগীর বয়স ছিল ৫০ বছর। তারা সকাল হতে কাগজ, আটা রং নিয়ে বিদ্যালয় মাঠে হাজির হন এবং তা দিয়ে মনের মাধুরী মিশিয়ে ঈদ কার্ড তৈরি করেন। যা পেলে প্রিয়জন খুশি হবেন এবং অতীতকে ধরে রাখা সম্ভব হবে। প্রতিযোগিতা শেষে মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মঞ্জু , প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম শফিক প্রমুখ। এ ছাড়া অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়। ঈদের কয়েকদিন পূর্বে এই ব্যতিক্রমী আয়োজন সকলের দৃষ্টি কেড়েছে।