
ছবি সংগৃহীত
দেশের বেকারত্ব হ্রাস এবং শিক্ষিত তরুণদের নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত ডব্লিউএস কমার্স লিমিটেড এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মধ্যে দিয়ে এক পরিবারে পরিণত হওয়া মানুষগুলোর বন্ধন আরও দৃঢ় করার, একসঙ্গে পথচলার সংকল্প করার এবং ভবিষ্যতে সম্ভাবনার দুয়ার খুলে দেয়ার এক মহামিলন ঘটেছে।
শুক্রবার (২১ মার্চ) মানিকগঞ্জের সাটুরিয়ার স্টার হোটেল অ্যান্ড রেস্তোরায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিজনেস শেয়ারহোল্ডার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউএস কমার্সের প্রধান উপদেষ্টা ও পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহজাহান সিরাজ। আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জজ বেঞ্চ সহকারী মো. হারিসুল ইসলাম হারেজসহ সমাজের স্বনামধন্য ব্যক্তিরা, যারা ডব্লিউএস কমার্সের কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রাণ ছিলেন ডব্লিউএস কমার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. ওয়াহিদুর সিরাজ বাপ্পী। তাঁর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ। স্বাগত বক্তব্যে মহাপরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার সিরাজ বিপ্লব সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং ডব্লিউএস কমার্সের সাফল্যের পেছনের গল্প তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে শাহজাহান সিরাজ বলেন, "ডব্লিউএস কমার্স শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন। এটি সেই তরুণদের জন্য, যারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়তে চায়। সততা, পরিশ্রম ও একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এটি এক নতুন উচ্চতায় নিয়ে যাব।"
অনুষ্ঠানে ডব্লিউএস কমার্সের যাত্রা, চ্যালেঞ্জ, নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গভীর আলোচনা করা হয়। প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুর সিরাজ বাপ্পী জানান, বর্তমানে ডব্লিউএস কমার্স যুক্তরাষ্ট্রের অন্তত চারটি স্টেটে কার্যক্রম পরিচালনা করছে। একইসাথে খুব শিগগিরই মানিকগঞ্জের সাটুরিয়ায় নতুন ব্রাঞ্চ চালু্র মাধ্যমে স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের দুয়ার খুলে দেয়া হবে বলেও জানান তিনি।
এই অনুষ্ঠানে কোম্পানির সাতটি সেক্টরের প্রধান নির্বাচন করে তাদের মাঝে দায়িত্ব বণ্টন করা হয়, যাতে ব্যবসার পরিধি আরও সুগম ও সুসংগঠিত হয়।
অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল ডব্লিউএস কমার্স ফ্যামিলির অন্যতম সদস্য প্রয়াত মরহুম লামইয়া তাবাসসুম মীমের রুহের মাগফিরাত কামনায় দোয়া। সবাই একসঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন, যা পুরো পরিবেশকে এক মানবিক আবেশে আবৃত করে তোলে।
প্রসঙ্গত, ২০২১ সালে প্রতিষ্ঠিত ডব্লিউএস কমার্স এলএলসি শুধুমাত্র একটি ই-কমার্স প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন, একটি বিপ্লব। এটি দেশের তরুণদের জন্য উদ্যোক্তা হওয়ার এক বাস্তবিক প্ল্যাটফর্ম, যেখানে মেধাবী ও কর্মঠ তরুণরা নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে পারে। ডব্লিউএস কমার্স বিশ্বাস করে, তরুণদের হাতে শক্তি, মেধা ও সম্ভাবনা আছে- যা সঠিক দিকনির্দেশনা পেলে বদলে দিতে পারে পুরো বিশ্ব। প্রতিষ্ঠানটি শুধু কর্মসংস্থানই নয়, বরং একটি স্বপ্ন বাস্তবায়নের যাত্রা, যেখানে প্রতিটি তরুণ হতে পারে সফল উদ্যোক্তা।
ডব্লিউএস কমার্স শুধুমাত্র তরুণ উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করছে না, বরং তাদের কর্মজীবনের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করছে। এই নির্ভরযোগ্যতাকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে, প্রতিষ্ঠানটি তার প্রতিটি সদস্যকে মেট-লাইফ ইনসুরেন্স পলিসির আওতাধীন করছে। এটি কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার পাশাপাশি তাদের প্রতি ডব্লিউএস কমার্সের দায়িত্বশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।