ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

এবার কাজি ডাকার সময় প্রেমিকাকে নিয়ে পালালো বন্ধু!

প্রকাশিত: ১৮:০২, ২২ মার্চ ২০২৫

এবার কাজি ডাকার সময় প্রেমিকাকে নিয়ে পালালো বন্ধু!

ছবি: সংগৃহীত

বিয়ে করার উদ্দেশ্যে বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা। প্রেমিক কাজি ডাকতে গেলে, প্রেমিকাকে রেখে যান তার বন্ধু ইলিয়াস খানের কাছে। কিন্তু এ সুযোগে বন্ধুটি প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত তাদের পালানোর পরিকল্পনা সফল হয়নি। ধরা পড়ার পর অপহরণের অভিযোগে প্রেমিক এবং তার বন্ধু বর্তমানে কারাগারে।

এ ঘটনা পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দসের ছেলে আটোরিকশা চালক হাসান (২৯) এবং একই এলাকার ১৪ বছর বয়সী কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একসময় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং ১৭ মার্চ হাসান তার বন্ধু ইলিয়াস খান (২৩)-এর সাহায্যে প্রেমিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

তারা দুজন ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পৌঁছায়। সেখানে হাসান তার বন্ধু ইলিয়াসের কাছে প্রেমিকাকে রেখে কাজি ডাকতে যান। এ সময় ইলিয়াস প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। হাসান বহু চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

২১ মার্চ দুপুরে, ইলিয়াস ও প্রেমিকা ভান্ডারিয়া বাজারে আসলে তাদের স্বজনরা তাদের ধরে ফেলেন। এরপর স্থানীয় ওয়ার্ডের চৌকিদার জামাল আকন শুক্রবার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণের মামলা দায়ের করেন। রাতেই পুলিশ হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, "কিশোরীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"

শিহাব

×