ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

গলাচিপায় জামায়াত প্রার্থীর কোরআন সুন্নাহর আলোকে সমাজ কায়েমের অঙ্গীকার 

স্টাফ রিপোর্টার, গলাচিপা

প্রকাশিত: ১৭:০০, ২২ মার্চ ২০২৫

গলাচিপায় জামায়াত প্রার্থীর কোরআন সুন্নাহর আলোকে সমাজ কায়েমের অঙ্গীকার 

পটুয়াখালী-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহআলম কোরআন সুন্নাহর আলোকে সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি মুক্ত এবং সকল ধর্মের প্রতি সম মর্যাদাভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের অঙ্গীকার করেছেন এবং এই অঙ্গীকার বাস্তবায়নে গলাচিপা ও দশমিনার সকল স্তরের মানুষের দোয়া কামনা করেছেন। 

তিনি আজ শনিবার (২২ মার্চ) দুপুরে গলাচিপা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের মিলনায়তনে স্হানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ অঙ্গীকার করেন। 

অধ্যাপক মু. শাহআলম গলাচিপা-দশমিনা এলাকার ঠেকসই উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, যে উন্নয়ন গণমানুষের কল্যান বয়ে আনে না, তা কখনো ঠেকসই হয়না। প্রতিটি উন্নয়ন হতে হবে মানুষের কল্যানে। আমি সে লক্ষ্যে কাজ করতে চাই। আগামী সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবার জন্য ঠেকসই উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে যাব। আমি এজন্য সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করছি। 
এর আগে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক ভাবে পটুয়াখালীর চারটি আসনেই আগামী ১৩ তম সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 
এতে পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা ও দশমিনা) মনোনয়ন তালিকায় রয়েছেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির সিনিয়র সদস্য, পটুয়াখালী জেলার জামাতের সাবেক আমির ও গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সাবেক শিক্ষক মু. শাহ আলম। 
জামায়াতে ইসলামীর সম্ভাব্য এই প্রার্থীকে নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে দলটির গলাচিপা উপজেলা কমিটি। 

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সুপ্রিম কোর্টের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা আবুল হোসেন, বেলাল বিন সুলতান, সানাউল্লাহ শামীম, হাফিজুর রহমান, ফোরকানসহ উপজেলা ও পৌর কমিটির এবং ছাত্রশিবিরের নেতাকর্মীবৃন্দ। 

রাজু

×