ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

কেরানীগঞ্জে পুরোদমে জমে উঠেছে ঈদের কেনাকাটা

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫১, ২২ মার্চ ২০২৫

কেরানীগঞ্জে পুরোদমে জমে উঠেছে ঈদের কেনাকাটা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। দিন-রাতে সুবিধামতো সময়ে ক্রেতারা যাচ্ছে কেরানীগঞ্জের মার্কেট, শপিংমলগুলোতে। বিগত বছরের তুলনায় পণ্যের দাম একটু বেশি হওয়ায় কিছুটা ক্ষুব্ধ ক্রেতারা। আজ (২২ মার্চ ) শনিবার সকাল থেকে কেরানীগঞ্জের বেশ কয়েকটি মার্কেট গুরে দেখা যায় প্রতিটি মার্কেটে ক্রেতাদের উপছে পড়া ভির। ভিড় শুধু পোশাকের দোকানগুলোতেই না। রয়েছে জুতা, অলংকার ও কসমেটিকসের দোকানেও। ফুটপাতের মার্কেট গুলোতে ও মধ্য ও নিম্ন বিত্তের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এসব ফুটপাত থেকে মানুষ সাধ্যের মধ্যে প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুতা, কসমেটিকস, অলঙ্কারসহ প্রয়োজনীয় নানা জিনিসপত্র। চলছে কেনা-কাটার ধুম।  কদমতলী লায়ন সুপারশপের এক ক্রেতা জানান,  এবার সব ধরনের পণ্যের দাম একটু বেশি। বাসা থেকে বাজেট করে এসে কোনো কিছু কেনা সম্ভব হচ্ছেনা। যা অনেক মধ্যবিত্ত পরিবারের জন্যে সামর্থ্যের বাইরে। 

ব্যবসায়ীরা বলছেন,  ১৫ রমজানের পর থেকেই ক্রেতাদের ভিড় সামলাতে অনেক কষ্ট হচ্ছে। আগামী কয়েকদিনে কেনাকাটার ভিড় আরও বাড়বে। এবারে দেশি পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকও মিলছে। ঈদের পোশাক এক হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ছোটদের পোশাকেও রয়েছে ভিন্নতা।এ ছাড়া দোকান গুলোতে উঠেছে লেহেঙ্গা ও লং কামিজ। গরমকে সামনে রেখে ছেলেশিশুদের চাহিদার শীর্ষে রয়েছে সুতি টি-শার্ট ও বাবা স্যুট। এ ছাড়া বিভিন্ন ডিজাইনের প্যান্ট। ঈদে তরুণদের পোশাকেও রয়েছে ভিন্নতা। তবে প্রতিবারের মতো এবারও ভিন্ন ভিন্ন ডিজাইনের পাঞ্জাবির সমাহার দেখা গেছে দোকান গুলোতে। তবে পাঞ্জাবি কেনার ক্ষেত্রে খাদি পাঞ্জাবির জোগান ও চাহিদা উভয়ই বাড়ছে। তবে পুরোদমে বিক্রি শুরু না হলেও, অন্যবারের তুলনায় এবার বিক্রি ভালো হওয়ার আশা ব্যবসায়ীদের।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মো: জাহাঙ্গীর আলম বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে কেরানীগঞ্জের মার্কেট, শপিংমলগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটা চলছে। জনগণের জান মালের নিরাপত্তায় পুলিশের একাধিক টিম মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কেনাকেটা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

 

রাজু

×