ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

নেত্রকোনায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

সঞ্জয় সরকার, নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১২:৫৭, ২২ মার্চ ২০২৫

নেত্রকোনায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তারা মিয়া (৬২) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের সড়কের পাশে সাঁতারখালি খাল থেকে স্থানীয় থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত তারা মিয়া ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে কাঁচা মালের ব্যবসা করতেন।

নিহতের পারিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, তারা মিয়া শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত বাজারে মালা-মাল বিক্রি করেন। পরে সেখানে তারাবির নামাজ আদায় করে রাত সাড়ে টার দিকে বাড়ির দিকে রওনা দেন। কিন্তু বাড়িতে আর ফেরেননি। স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে কোথাও পাননি। শনিবার সকাল ৭টার দিকে স্থানীয় কয়েকজন গ্রামের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় সড়কের পাশে ব্যাগ ও জুতা পড়ে থাকতে দেখেন। পরে তারা কিছু দূর এগিয়ে সাঁতারখালি খালে তারা মিয়ার গলা কাটা ও ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত তারা মিয়ার ছোট ভাই সোলাইমান মিয়া বলেন, তারা ভাই একজন সাধারণ ব্যবসায়ী হিসেবেসাধাসিধে জীবনযাপন করতেন। বিভিন্ন বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। দুর্বৃত্তরা কেন তাকে এমন নৃশংসভাবে হত্যা করেছে, সেটি বুঝতে পারছেন না।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর মাথা, মুখ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যপরি কুপিয়েছে। ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এছাড়া অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

মায়মুনা

×