
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মো. আরমান জাওয়াদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷
শুক্রবার (২১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর জমাদার পাড়া এলাকার এ ঘটনা ঘটে। একই ঘটনায় শিশুটির মা খতিজা বেগম (৩০) আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, কর্ণফুলী উপজেলায় প্রায়সময়ই বন্য হাতির আক্রমণে বছরে অনেক লোক হতাহত হলেও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ প্রশাসন। সর্বশেষ শুক্রবার রাতে বন্যহাতির আক্রমণের শিকার শিশুটির লাশ নিয়ে শনিবার ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ করেন। বন্যহাতি তাড়ানোর ব্যবস্থাসহ যাতে তাদের এলাকায় প্রবেশ করতে না পারে সে দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করে। অবরোধের কারণে আনোয়ার-বাঁশখালী পিএবি সড়ক দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ রয়েছে। ঘটনাস্থলে কর্ণফুলী থানা পুলিশ উপস্থিত থাকলেও হাজার হাজার বিক্ষিপ্ত জনতা রাস্তায় থাকার কারণে গাড়ি চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। এদিকে, সকাল থেকে আন্দোলনকারীরা কেইপিজেডের কোন কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগ দিতে বাঁধাও দেন।
সজিব