
শুক্রবার (২১ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর পৌরসভার ২৪ নং ওয়ার্ডের উদ্যোগে, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্ব ফরিদপুর শহরের টেপাখোলায় বাঙালিয়ানা রেস্টুরেন্টে এ আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর সদর উপজেলা আমীর মোঃ জসিম উদ্দিন, জামায়েতের ফরিদপুর পৌরসভার সহকারি সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, ফরিদপুর জেলা শ্রমিক কল্যাণের সভাপতি এস.এম. আবুল বাশার এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন " রমজান মাস মুসলমানদের নিকট একটি পবিত্র এবং তাৎপর্যপূর্ণ মাস। পবিত্র মাসেই মহান আল্লাহতালা কোরআন শরীফ নাযিল করেছে। রমজানের তাৎপর্য উপলব্ধি করে আমাদের সেই অনুযায়ী আমল করতে হবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে।
রোজার মূল লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় অবস্থার পরিবর্তন করতে পারবো। কুরআনের আইন অনুযায়ী দেশ পরিচালিত হলে দেশে কোন ধরনের অন্যায়,ঘুষ, সুদ,দুর্নীতি, ধর্ষণসহ কোন নিকৃষ্ট কাজ হতো না।দেশে কোরআনের আইন বাস্তবায়ন করলে আমরা সকল ধরনের অন্যায় থেকে নিজেদেরকে বিরত রাখতে পারব এবং কুরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হলে তা আমাদের সকলের জন্য কল্যাণকর হবে।
মুমু